ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন

//

Web Desk

গানের কথা (Song Lyrics)

ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছয়ে যে জন, কেহ না দেখয়ে তারে প্রেম পিরিতি যে জন
জানয়ে, সেই সে পাইতে পারে।। পিরিতি পিরিতি তিনটি আখর জানিবে ভজন
সার। রাগমার্গে যেই ভজন প্রাপ্তি হইবে তার।। মৃত্তিকার উপর জলের বসতি,
তাহার উপরে ঢেউ তাহার উপরে পিরিতি বসতি তাহা কি জানয়ে কেউ।। রসের
পিরিতি রসিক জানয়ে, রস উদ্‌গারিল কে। সকল ত্যেজিয়া যুগল হইয়া গোলকে
রহিল সে।। পুত্র পরিজন সংসার আপন, সকল ত্যেজিয়া লেখ। পিরিতি
করিলে তাহারে পাইবা মনেতে ভাবিয়া দেখ।। পিরিতি পিরিতি তিনটি আখর পিরিতি
ত্রিবিধ মত। ভজিতে ভজিতে নিগূঢ় হইলে হইবে একই মত।। পরকীয়া ধন
সকল প্রধান যতন করিয়া লই।। নৈষ্ঠিক হইয়া ভজন করিলে পদ্ধতি সাধক হই।।
পদ্ধতি হইয়া রস আস্বাদিয়া, নৈষ্ঠিক প্রবর্ত হয়। তাহার চরণ হৃহৃদয়ে ধরিয়া দ্বিজ
চণ্ডীদাসে কয়।।

শান্তিনিকেতন
শ্রীনিকেতন
বিশ্বভারতী

গল্পকথা