গানের কথা (Song Lyrics)
স্কুল কলেজে কেন যাবি রে ভ্রান্ত মন।
ও নয় বিদ্যালয়, অবিদ্যার আলয়
যেথা অর্থ যশ উপার্জন, দুরাশার অধ্যাপন
যাতে বারে বারে ফেল হবি ঘুচাতে ভববন্ধন।।
পরাবিদ্যা বিজ্ঞান শিখিবি রে আত্মদর্শন
জাতীয় বিদ্যালয়ে কর রে মন অধ্যয়ন।।
মোহ মূর্খতা নাশক ধরো গুরু সুশিক্ষক
লও দীক্ষা হাতেখড়ি কর রে পাঠ আরম্ভন।।
সংযম বেঞ্চেতে বসি পর বেশ সদাচার
সম্মুখে টেবিল রাখ অষ্টাঙ্গ যোগাধার
সুনিয়ম প্রাণায়ামে পূরক কুম্ভক ক্রমে
সুখে কর শুভঙ্করী অজপার সুসাধন।।
ক্ষিতি আদি পঞ্চতত্ত্ব ক্ষেত্রতত্ত্ব পঞ্চাধ্যায়
পরিমিতি বাতপিত্ত কফাদি ধাতুনিচয়
হৃদয় শ্লেটোপরি ভক্তির পেনসিল ধরি
বীজমন্ত্রে কর রে মন বীজগণিত সমাপন।।
শিখরে পিঙ্গলা ইড়া সুষুম্নার ইতিহাস
স্বাস্থ্যরক্ষা ব্রহ্মচর্য যতনে কর অভ্যাস
ভূগোল খগোল তত্ত্ব শিখিবে সকল তথ্য
ষট্চক্র মানচিত্র কর রে মন অন্বেষণ।।
ব্যাকরণ বিবেক সহ সুসাহিত্য হরিনাম
সাধ রে গোবিন্দ, তব পূর্ণ হবে মনস্কাম
এ স্কুলে (সংসারে) পরীক্ষা হলে পাশ হবি অবহেলে
নির্বাণ মেডেল পাবি, শান্তিধামে প্রমোশন।।
সঙ্গীত উপস্থাপনা (Rendition)